সর্বশেষ :
তারাকান্দায় স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের কাছে জিম্মি রোগীরা
নিজস্ব প্রতিবেদন
- আপডেট সময় : ০৫:১৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবাগ্রহীতা রোগীরা দালালের কাছে জিম্মি হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি ও আউটডোর চালু হওয়ায় দালালের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে।
কতিপয় ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী ও কতিপয় মহিলা দালাল রোগীদের কাগজপত্র ও ডাক্তারের কক্ষে আনা-নেয়ার অজুহাতে পরীক্ষা-নিরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। আর এসব কাজে দালালদের সহযোগিতা করছে হাসপাতালের আউটসোর্সিংয়ের কর্মচারীরা। একাধিক রোগী ও রোগীর স্বজনরা জানান, হাসপাতালে সেবা নিতে আসার পর ডাক্তার রোগীর পরীক্ষা-নিরীক্ষা দিলে কম টাকায় করে দেয়ার কথা বলে দালালরা হাসপাতালের বাইরে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: ফরায়জি মোঃ মাহবুবুল আলম মঞ্জু বলেন, হাসপাতালে কোনো দালাল নেই। হাসপাতালের বাইরে কেউ রোগী টানা-হেঁচড়া করলে এ দায় ভার হাসপাতাল কর্তৃপক্ষের নয়।