সর্বশেষ :
মুহাম্মদ আনিসুর রহমান হানিফ বাঁশখালী চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:১৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
বাঁশখালীর পৌরসভার জলদি বাহার উল্লাহ পাড়ায় সোমবার (১৫ জানুয়ারী) বিকেল সাড়ে চারটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই বসতঘর ও তিন জনের যৌথ মালিকানাধীন একটি গ্যারেজের সর্বস্ব পুড়ে যায়।
জানা যায় অগ্নিকান্ডের খবর পাওয়ার পরে বাঁশখালী ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে ৩০মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লক্ষাধিক বলে জানান স্থানীয় ক্ষতিগ্রস্থ পরিবার। এ ঘটনায় নুরুল ইসলাম, আব্দুল হালিম ও আবুল কালামের যৌথ মালিকানাধীন গ্যারেজ এবং নজরুল ইসলাম ও আনসারুল ইসলামের বসতঘর পুড়ে যায়।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আবুল বাশার কুতুবী জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে । তিনি আরো জানান, অগ্নিকান্ডের খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছুতে সক্ষম হন এবং অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় দুই বসতঘর ও তিনজনের যৌথ মালিকানাধীন গ্যারেজ পুড়ে যায়।