বগুড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার
- আপডেট সময় : ১১:০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
মোঃ সবুজ মিয়া, বগুড়া: বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের পৃথক মাদক বিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বালাটারী এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে মোঃ নুর আমীন (২৬) ও লালমনিরহাট সদর উপজেলার মুস্তফির বাজার এলাকার মোঃ মহুবর আলীর ছেলে মোঃ সোহেল রানা (২৫)।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে বগুড়া সদর উপজেলার ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। এসময় ১ (এক) কেজি গাঁজাসহ মোঃ নুর আমীনকে গ্রেফতার করা হয়।
এরপর দিবাগত রাত ৪টার দিকে বগুড়া সদর উপজেলার মটিডালী বিমান মোড় এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। এসময় ৫০০ (পাঁচ’শ) গ্রাম গাঁজাসহ মোঃ সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।