সর্বশেষ :
সাতকানিয়ায় মোবাইল কোর্টের জরিমানা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:৩২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কলঘর এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
রবিবার ১৪ই জানুয়ারি ২০২৪ ইং ভোর রাতের মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী। এসময় কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার সময় হাতেনাতে একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন মোঃ আবদুল মান্নান (৩৯), পিতা- মুন্সি মিয়া, সাং- কেঁওচিয়া, ২ নং ওয়ার্ড, সিকদার পাড়া। এসময় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।