সর্বশেষ :
ঐতিহ্যবাহী ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে ভর্তি যুদ্ধ
নিজস্ব প্রতিবেদন
- আপডেট সময় : ০৫:২৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ৭০ বার পড়া হয়েছে
বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা বোর্ডের বারবার শীর্ষ ফলাফল অর্জনকারী ঐতিহ্যবাহী ঝালকাঠি এন এস কামিল মাদরাসার ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা যুদ্ধ আজ ৩০ ডিসেম্বর ২০২৩ ইংরেজি তারিখ রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়েছে ।
ভর্তি কমিটির পূর্ব ঘোষিত সময়সূচী অনুযায়ী ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা ভর্তি পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের দু একদিন আগে থেকেই মাদ্রাসায় অবস্থান করেছেন। ভর্তি কমিটির পক্ষ থেকে তাদের জন্য থাকা-খাওয়ার সুব্যবস্থাও করেছিলেন। পরীক্ষার দিন সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গণে আরো ভিড় জমতে শুরু করে। ১ঘন্টার এই ভর্তি পরীক্ষায় চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেণীর সীমিত আসনে যুদ্ধের মত লড়াই করছে শত শত শিক্ষার্থীরা ।
ভর্তি পরীক্ষার অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, স্বনামধন্য ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা বাংলাদেশের একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান । এখানে ভর্তি হয়ে আমরা আদর্শ মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে চাই। পরীক্ষা শেষে ভালো হয়েছে বলেও দাবি করেন সকলে। ভর্তি হওয়ার সুযোগ পাবে বলেও দাবি জানান অনেকে।
২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি সচিব জনাব মাওলানা রিয়াজুল ইসলাম (আমুয়া হুজুর) বলেন, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা বাংলাদেশের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসা থেকে প্রতিবছরই সর্বোচ্চ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে হাজারো শিক্ষার্থী এবং সে সকল শিক্ষার্থীদের আলো ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র এলাকায়। প্রতিবছরই যেভাবে একদল শিক্ষার্থী সুফল অর্জন করে বের তেমন ভাবে আরেকটি নবদল এই মাদ্রাসায় ভর্তি হতে আসে। আর আমাদের আসন সীমিত হওয়ায় এবং ভর্তি আবেদন অনেক বেশি পড়ার কারণে ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা একদল শিক্ষার্থীদের কে বরণ করে নেই।
তারা এ প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পেয়ে এক একজন আদর্শবান শিক্ষার্থী হয়ে উঠে। এখান থেকে সর্বোচ্চ ফলাফল অর্জন করে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে চান্স পায়। তারা রাষ্ট্রের এক একটি মূল্যবান সম্পদ এ রূপান্তরিত হয়। তাই আমরা সব সময় আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে তাদের কেই আসন দিয়ে আমাদের এ প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সুযোগ করে দেই। আজ দুপুর ১ টায় ফলাফল ঘোষণা করা হবে এবং ৩১ তারিখের মধ্যে ভর্তি সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
ভর্তি পরীক্ষা সম্পর্কে ঝালকাঠি কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা গাজী মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের সকলেই জানে ঝালকাঠি এন এস মাদ্রাসা সব সময়ের জন্য একটি আদর্শবান জাতি গড়ার স্বপ্ন দেখে। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে অবশ্যই যোগ্যদের যোগ্য স্থান দিতে হবে। তাই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার হাফেজ মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হতে ছুটে আসে দেশে বিভিন্ন প্রান্ত থেকে। আমাদের আসন সীমিত হওয়ায় ভর্তি পরীক্ষার মাধ্যমে চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিবছরের ন্যায় আজকেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে যারা যোগ্য নির্বাচিত হবে তারাই এই স্বনামধন্য প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। যারা চান্স পাবে না তাদেরকে ভেঙে না পড়ে আরো ভালোভাবে চেষ্টার মাধ্যমে পরবর্তী বছরে ভর্তির আহ্বান জানান তিনি।
ভর্তি কমিটি সম্পর্কে তিনি বলেন, সকলের পরামর্শ ভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছিল। তারা ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর করতে সকলেই নিরলস ভাবে নিজ দায়িত্ব সঠিক ও যথাযথভাবে পালন করেছেন ভর্তি কমিটির সংশ্লিষ্ট সকলকেই আন্তরিক ধন্যবাদ ও যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ অনুত্তীর্ণ সকলের প্রতি দোয়া ও শুভকামনা জানান তিনি।