বগুড়ায় ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:২০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে
মোঃ সবুজ মিয়া, বগুড়া: বগুড়া সদরে পৃথক মাদকবিরোধী অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিলসহ মোছা. ছামিনা বেগম (৩৮) ও মো. জামাল উদ্দিন (২০) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মো. আব্দুর রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটায় সদর থানার গোকুল ইউনিয়ন পরিষদ ভবনের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেন্সিডিল সহ ছামিনা বেগমকে গ্রেফতার করা হয় একই দিন একই স্থানে রাত্রি আড়াইটার দিকে ২৫ বোতল ফেন্সিডিল সহ আরেক মাদক কারবারি জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী মাদক কারবারি ছামিনা বেগম (৩৮) লালমনিহাট জেলার আদিতমারী থানার ভাদাই আদর্শ বাজার এলাকার মো. ছমির উদ্দিন এর মেয়ে। ও অপর মাদক কারবারি জামাল উদ্দিন (২০) ঠাকুরগাঁও জেলার বলিয়াডাঙ্গী থানার মশালডাঙ্গী এলাকার ইসলাম উদ্দিনর ছেলে।
অ্যাডিশনাল ডিআইজি মো. আব্দুর রাজ্জাক জানান, এ সংক্রান্তে বগুড়া সদর থানায় দুইটি পৃথক ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(খ) একটি মামলা দায়ের করা হয়েছে।