পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী রিমান্ড নাকচ করে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন। এদিন দুপুর ১ টা ১০ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের হাজির করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমিত কুমার সাহা তাদের গ্রেপ্তারের আবেদনসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রিমান্ড শুনানির দিন নির্ধারণ করা হয়।এদিকে রিমান্ড শুনানির সময় মির্জা ফখরুল ও আমীর খসরুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আব্দুল্লাহ আল আবু রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী রিমান্ডের আবেদন নাকচ করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন ও দুই দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।