ভাবগম্ভীর্য ও শ্রদ্ধার সাথে বগুড়ায় পালিত হলো মহান বিজয় দিবস
- আপডেট সময় : ০৪:৫১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ৮০ বার পড়া হয়েছে
গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় বগুড়ায় পালিত হলো শনিবার মহান বিজয় দিবস। আধুনিক, বুদ্ধিদীপ্ত ও জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে প্রত্যয়। যথাযথ ভাবগম্ভীর্য ও শ্রদ্ধার সাথে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনগুলো সূর্যদয়ের সাথে সাথে (মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পুষ্পস্তবক অর্পনের পর) জেলার বিজয় স্তম্ভ ‘মুক্তির ফুলবাড়ি’তে জেলা সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে।
বিভিন্ন প্রতিষ্টান, সংগঠন, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচির মধ্যে দিয়ে শ্রদ্ধা জানালো স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, যুদ্ধাহত এবং অন্য সকল বীর মুক্তিযোদ্ধাদের।
দিবসটি উপলক্ষে জেলার ‘মুক্তির ফুলবাড়ি’র বিজয় স্তম্ভে জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, অন্যান্য রাজনৈতিক সংগঠন, জেলা পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করে। শহরের ফুলবাড়িতে বিজয়স্তম্বে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধারা, আইশৃ্ঙ্খলা বাহিনীর সদস্যরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন। সকাল ৮ টায় বগুড়া শহিদ চান্দু ক্রিকেট ষ্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহন করেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।
জেলা আওযামীলীগ দলীয় কার্যালয়ে সকাল ৮ টায় দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। এ ছাড়া সকাল সোয়া ৮ টায় বিজয় শোভাযাত্রা ও বগুড়ার কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক ও বগুড়া -৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুসহ দলীয় নেতা কর্মীরা।
বেলা ১২ টায় বগুড়া জিলা স্কুলের বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়াম বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা: আফসানা ইয়াসমিন । প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিঊল আজম, সদর উপজেলা চেয়ারম্যান উপজেলা মো: আবু সুফিয়ান সফিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু প্রমুখ।
সকাল সাড়ে ১০ টায় বগুড়ার মুজিব মঞ্চে দিন বদলের মঞ্চ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিন বদলের মঞ্চের সভাপতি সাজেদুর রহমান ঝিলাম। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু, আমিনূল ফরিদ, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল। বিকেলে জিলা স্কুল মাঠে প্রীতি ফুটবল অনুষ্ঠিত হয়। বগুড়া তহুরুন্নেছা মহিলা সংসদ ও প্রশিক্ষন কেন্দ্রে মহিলাদের অংশগ্রহনে মুক্তিযোদ্ধা ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া সন্ধ্যা ৬ টায় শহীদ খোকন শিশু পার্কে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে মুক্তিযুদ্ধের আদর্শ”, চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আজম প্রমুখ।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বগুড়া প্রেসক্লাব নানা কর্মসূচি গ্রহন করে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ৭টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ক্লাবের নির্বাহীসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।