সর্বশেষ :
ডিমলায় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার।
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি।
- আপডেট সময় : ০৬:৪২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ৯৩ বার পড়া হয়েছে
নীলফামারীর ডিমলায় আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিমলা থানা পুলিশ।এ সময় চুরি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া গ্রামের সেনা সদস্য আব্দুল সামাদের বাড়িতে চুরির ঘটনা ঘটে।এ সময় চোর সদস্যরা নগদ অর্থ, স্বর্ণালংকার, কাপড়,মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। সামাদের ছোট ভাইয়ের স্ত্রী রিনা আক্তার বাদী হয়ে ডিমলা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
ক্লুলেস এই চুরির ঘটনায় চোরদের শনাক্ত করতে সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল)আলী মোহাম্মদ আব্দুল্লাহ’র দিকনির্দেশনায় ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডিমলা থানা পুলিশের এসআই সাজু ইসলাম,উৎপল চন্দ্র রায়,ইমরান আলী, হাবিবুর রহমানসহ সঙ্গীয়ফোর্স অভিযান চালিয়ে প্রথমে খগাখড়িবাড়ি ইউনিয়নের ডোঙ্গর বাজার এলাকার আব্দুল জলিলের ছেলে জাহেনুর ইসলাম(২৫)কে গ্রেপ্তার করেন।তার দেয়া তথ্যের ভিত্তিতে চোর চক্রের মূল হোতা পশ্চিম খড়িবাড়ি এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মফিজার রহমান দিলীপ (৪৫) ও লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে হানিফ (৩৬)কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও বাইসাইকেল জব্দ করা হয়।চোর চক্রটি দীর্ঘ দিন ধরে টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে অভিনব কায়দায় চুরি করে আসছিলেন।তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃতরা বিভিন্ন ভাবে টিউবওয়েলের পানির সাথে চেতনানাশক মিশিয়ে দীর্ঘদিন থেকে চুরি করে আসছিলেন।তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।