বেনাপোল থেকে চুরি হওয়া কাভার্ডভ্যান যশোরে উদ্ধার, আটক ৩
- আপডেট সময় : ০২:৩৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ৯৭ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে চুরির ঘটনায় তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া চুরি হওয়া কাভার্ডভ্যানও উদ্ধার হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) ভোরে যশোর শহরতলীর বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মাসুম (২০), শাহিদুর রহমান (২৬) ও সিজান (২০)। এদিন বিকালে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ নভেম্বর রাত ৮টার দিকে যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বন্দরের ২নং গেটের সামনে পাকা রাস্তার ওপর কাভার্ডভ্যানটি রেখে বাড়ি যান চালক মাসুদ রানা।
পরদিন ভোর ৫টার দিকে চালক এসে দেখেন কাভার্ডভ্যানটি নেই। এ ঘটনায় তিনি বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে রোববার ভোরে যশোরে অভিযান চালান। এসময় যশোর-মাগুরা সড়কের পার্শ্ববর্তী বাহাদুরপুর গ্রাম থেকে ট্রাকটি উদ্ধার এবং ওই তিনজনকে আটক করা হয়।