মাগুরায় ৩ জন নিহত, আহত অর্ধশতাধীক
- আপডেট সময় : ০১:৫৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ২০ বার পড়া হয়েছে
মাগুরায় কোঠা বিরোধী আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন আন্দোলকারী নিহত হয়েছে। কোঠা বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের পক্ষে রবিবার সকাল ১১ টার দিকে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকা থেকে ছাত্র জনতা মিছিল বের করে শহরের দিকে অগ্রসর হওয়ার সময় পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া মসজিদের সাসনে আসলে পুলিশ মিছিলে বাঁধা দেয় এসময় পুলিশের পাশাপাশি ছাত্রলীগের অস্ত্রধারীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে কোঠা আন্দোলনকারীরা। এসময় গুলিতে মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। একই সময়ে মাগুরা শহরের নিজনান্দুয়ালী ব্রিজের পাশে পুলিশের গুলিতে অপর একজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। অপরদিকে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে পুলিশের গুলিতে সুমন শেখ(১৭) নামে ১ জন নিহত আন্দোলনকারী নিহত হয়। এঘটনাকে কেন্দ্র করে মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া মসজিদের সামনে,ভায়না মোড়, ঢাকারোড, কাঁচাবাজার, নিজনান্দুয়ালী এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। আন্দোলনকারীরা ভায়নামোড়ে পুলিশের একটি গাড়ি ও একটি মাইক্রো পুড়িয়ে দেয়। দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ইট পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের রাবার বুলেট, কাদুনে গ্যাস নিক্ষেপ চলে। এতে ছাত্রজনতা পুলিশসহ আহত হয় অর্ধশত। মহম্মদপুরে ছাত্রজনতা পুলিশি বাঁধা পেয়ে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ গুলি চালায় এতে একজন নিহত হয়। প্রশাসন এঘটনায় সন্ধ্যা থেকে সান্ধ আইন জারি করেছেন।