ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

পরিবারের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ৪২ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুলা ইসলাম (২০) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মূলত, পরিবারের সঙ্গে অভিমান করে এ মেয়েটি আত্মহত্যা করে।

শুক্রবার (৩ মে) বিকাল ৪টার দিকে কাশিয়ানী থানার চর ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই কিশোরীকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার মৃত্যু হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত দুলা ইসলাম (২০) ভাটপাড়া গ্রামের বকতিয়ার শেখের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দুলা যশোর ক্যান্টনমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। শুক্রবার বিকেলে সে বাবা-মার সঙ্গে অভিমান করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে ডাকাডাকি করে তার সাড়া না পেয়ে পরিবার ও স্থানীয় লোকজন দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। মেয়েটিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পরিবারের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

আপডেট সময় : ০৩:০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুলা ইসলাম (২০) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মূলত, পরিবারের সঙ্গে অভিমান করে এ মেয়েটি আত্মহত্যা করে।

শুক্রবার (৩ মে) বিকাল ৪টার দিকে কাশিয়ানী থানার চর ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই কিশোরীকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার মৃত্যু হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত দুলা ইসলাম (২০) ভাটপাড়া গ্রামের বকতিয়ার শেখের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দুলা যশোর ক্যান্টনমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। শুক্রবার বিকেলে সে বাবা-মার সঙ্গে অভিমান করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে ডাকাডাকি করে তার সাড়া না পেয়ে পরিবার ও স্থানীয় লোকজন দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। মেয়েটিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।