পটুয়াখালীর কলাপাড়ায় প্লাস্টিক দূষণ বন্ধে মানববন্ধন
- আপডেট সময় : ১২:০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
প্লাস্টিক দূষণ বন্ধ করার দাবিতে প্লাস্টিক দূষণ বন্ধ করি, ধরিত্রী রক্ষা করি এই স্লোগানে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধনের আয়োজন করেছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন, পরিবেশকর্মী ও সাধারণ মানুষ।
সোমবার (২২ এপ্রিল) উপজেলার চর চাপলি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী, কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশন, কুয়াকাটা তরুণ ক্লাব ও কুয়াকাটা বয়েস ক্লাবসহ বেশ কয়েকটি সংগঠন ও স্থানীয়রা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে চর চাপলি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আলী আহম্মেদ বলেন, অতিরিক্ত প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারের কারণে মানুষ ক্যানসারসহ প্রাণঘাতী নানা রোগে আক্রান্ত হচ্ছে। তেমনি নদীনালা ভরাট হয়ে জলাবদ্ধতাসহ পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে সভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই পলিথিন নিষিদ্ধ আইনের কঠোর বাস্তবায়নের দাবি জানাচ্ছি।