জমে উঠেছে সুনামগঞ্জের ইফতারি বাজার
- আপডেট সময় : ১১:৪৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে জমজমাট হয়ে উঠেছে ইফতারি বাজার। রমজানের প্রথম দিন থেকে নানা পদের ইফতার সামগ্রী নিয়ে বসেছেন দোকানিরা। বিকেল হলে নানা পদের এসব ইফতার কিনতে ভিড় করেন ক্রেতারা।
শহরের শতাধিক রেস্টুরেন্ট ইফতারের জন্য তৈরি করে স্পেশাল বাখরখানি, জিলাপি, পেঁয়াজু, ছোলা, বেগুনি, আলুচপ ও ডিমচপসহ বাহারি পদের খাবার। শুধু এখানেই শেষ নয়, রয়েছে লাল শাক, কলমি শাক, পুই শাকের বড়া, নিমকি, খাজা, চিকেন পোলাও, চিকেন টিক্কা, চিকেন সাসলিক, চিকেন রোল, চিকেন কাকলেট, চিকেন চপ, চিকেন ফ্রাই, চিকেন পাকোড়া, জালি কাবাব, শামি কাবাবসহ অন্তত ২৬ পদের ইফতার।
শহরে ইফতার কিনতে আসা শাহজাহান মিয়া জাগো নিউজকে বলেন, প্রতিদিন ইফতার কিনতে রেস্টুরেন্টে আসি। বিশেষ করে জিলাপি, পেঁয়াজু, ছোলা, বেগুনি, আলুচপ ও ডিমচপ নিয়ে যাই।
মান্না মিয়া নামের আরেকজন বলেন, প্রতিদিন নানা পদের ইফতার কিনে বাসায় নিয়ে যাই। তবে অন্য বারের থেকে এ বছর ইফতার আইটেমের দাম বেশ ।
শহরের জালালাবাদ বেকারি মালিক আব্দুল হাসিম জাগো নিউজকে বলেন, বৃষ্টির জন্য আজকে ক্রেতা কম। সে জন্য বেচাকেনাও মন্দা।
শহরের মাসুম ট্রেডার্সের মালিক তৌহিদুর রহমান মাসুম জাগো নিউজকে বলেন, কম দামে ভালো মানের ইফতারি আমাদের এখানে পাওয়া যায়। রমজানের শুরু থেকে আমাদের আয়োজন থাকে। বেচাকেনাও ভালো।