ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হলুদ সাংবাদিকের চাপে ৩০০ কবরস্থান বিপাকে

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৪৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

সম্প্রীতি জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে বেড়ে গেছে হলুদ সাংবাদিকের দৈরাত্ব।
নামমাত্র কিছু টাকার বিনিময়ে প্রতিষ্ঠানের কার্ড ব্যবহার করে নিজেকে বুনে নিয়েছেন সাংবাদিক হিসেবে। মানছেন না কোন আইন কানণ তোয়াক্কা করছেন না নিয়ম-নীতি। প্রতিষ্ঠানের আইডি কার্ড ব্যবহার করে মানুষকে সম্মানহানি ও অনিয়মের মধ্যে দিয়ে মানুষের সন্মান হানি করে যাচ্ছেন নামধারী কিছু সাংবাদিক।
সম্প্রীতি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন রহমতপুর নামাবাঁশখুর হারাবতী নদী সংলগ্ন সরকারী কবরস্থান এর মধ্যে অগনিত কবর রয়েছে ।এদের মধ্যে ৩০০ কবর সাংবাদিকদের চাপে বিপাকে আছেন। জানা গেছে ৩.১৮ একর জমি খাসকতিয়ান জমি। যার মধ্যে সাইট দিয়ে ধারাবতী নদী প্রবাহমান।।
এলাকা বাসির দাবি প্রতি বছর নদীর পানিতে নদী পাড় ভেঙে বিলীন হয়ে যাচ্ছে কবরস্থানটি।। এর সংস্কারের জন্য গ্রামের তিন শতাধিক ব্যাক্তিবর্গ একটি লিখিত আবেদনের পক্ষে সাক্ষর করে উপজেলা নির্বাহি অফিসার বরাবর প্রদান করেন।।
উল্লেখ্য আবেদনে পরিস্কার করেন কবরস্থানটি প্রতিবছর নদীর পানিতে বিলীন হওয়ার জন্য খাস খতিয়ানের জাইগাই অপজিট সাইট দিয়ে পানি প্রবাহের ব্যাবস্থা করবেন।। এ ধারাবাহিকতায় ৩০০ জন গ্রামবাসী প্রতিজন ৩০০ টাকা করে সংস্কার কাজের জন্য উত্তোলন করেন।।
তবে নদীর পূর্ব সাইডে ভোগ দখলকারী ব্যাক্তি মালিকানা জমির সঙ্গে খাস খতিয়ানের জমি চাষাবাদ করার কারণে জমির মালিক কতিপয় সাংবাদিক দের ডেকে গ্রাম বাসির বিপক্ষে চাদা বাজির নিউজ সহ অপপ্রচার চালান।।

এ সময় সাংবাদিক দের একটি টিম গ্রাম বাসির সঙ্গে কথা বললে তারা গ্রামের আব্দুল হান্নান এর ছেলে আহসান হাবিব, ছাইফুলের ছেলে মোরসালিন, মৃত্যু কবেজ উদ্দিনের ছেলে ইব্রাহিম,জিন্নাতের ছেলে হুমাউন, কবেজ উদ্দিনের ছেলে মুকুল হোসেন কে গ্রাম বাসির বিপক্ষে অপপ্রচার করার জন্য দায়ী করেন।।

এদিকে রহমতপুর গ্রামের হাজী আকবর আলী বলেন, কবরস্থানের মোট জমি ৩.১৮ শতাংশ যার মধ্যে ২৫ শতাংশ জমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এ বিষয়ে গ্রামের ফাহাদ, বনি আমিন,ও গ্রামের মেম্বার বলেন,কতিপয় নামধারী সাংবাদিক গ্রামবাসীর নামে অপপ্রচার চালাচ্ছেন, এদের মধ্যে the daily express এর জেলা প্রতিনিধি ইয়াকুব আলী।

দৈনিক নাগরিক সংবাদ এর পাচবিবি উপজেলা প্রতিনিধি ফারহাদ হোসেন, the daily এক্সপ্রেস এর পাঁচবিবি উপজেলার প্রতিনিধি মোরসালিন, আহসান হাবিব সহ নাম না জানা অপ-সাংবাদিক এর নাম উঠে এসেছে।। এ সময় গ্রাম বাসি বলেন আমরা নদীর পানি প্রবাহের ব্যাবস্থা খাস খতিয়ানের বিকল্প যাইগাই করে দিচ্ছি নিউ উদ্দুগে, এতে আমাদের ৩০০ কবর বেচে যাবে, এতে হলুদ সাংবাদিক দের সমস্যা হচ্ছে কি?
গ্রাম বাসির প্রশ্নের জবাবে পাঁচবিবি উপজেলা নির্বাহি অফিসার এর সঙ্গে সাংবাদিক রাশেদ ইসলাম কথা বললে তিনি বলেন বিষয় টা আমাদের হাতে পৈছেছে। আমরা খুব দ্রুত এর ব্যাবস্থা নিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হলুদ সাংবাদিকের চাপে ৩০০ কবরস্থান বিপাকে

আপডেট সময় : ০১:৪৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪

সম্প্রীতি জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে বেড়ে গেছে হলুদ সাংবাদিকের দৈরাত্ব।
নামমাত্র কিছু টাকার বিনিময়ে প্রতিষ্ঠানের কার্ড ব্যবহার করে নিজেকে বুনে নিয়েছেন সাংবাদিক হিসেবে। মানছেন না কোন আইন কানণ তোয়াক্কা করছেন না নিয়ম-নীতি। প্রতিষ্ঠানের আইডি কার্ড ব্যবহার করে মানুষকে সম্মানহানি ও অনিয়মের মধ্যে দিয়ে মানুষের সন্মান হানি করে যাচ্ছেন নামধারী কিছু সাংবাদিক।
সম্প্রীতি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন রহমতপুর নামাবাঁশখুর হারাবতী নদী সংলগ্ন সরকারী কবরস্থান এর মধ্যে অগনিত কবর রয়েছে ।এদের মধ্যে ৩০০ কবর সাংবাদিকদের চাপে বিপাকে আছেন। জানা গেছে ৩.১৮ একর জমি খাসকতিয়ান জমি। যার মধ্যে সাইট দিয়ে ধারাবতী নদী প্রবাহমান।।
এলাকা বাসির দাবি প্রতি বছর নদীর পানিতে নদী পাড় ভেঙে বিলীন হয়ে যাচ্ছে কবরস্থানটি।। এর সংস্কারের জন্য গ্রামের তিন শতাধিক ব্যাক্তিবর্গ একটি লিখিত আবেদনের পক্ষে সাক্ষর করে উপজেলা নির্বাহি অফিসার বরাবর প্রদান করেন।।
উল্লেখ্য আবেদনে পরিস্কার করেন কবরস্থানটি প্রতিবছর নদীর পানিতে বিলীন হওয়ার জন্য খাস খতিয়ানের জাইগাই অপজিট সাইট দিয়ে পানি প্রবাহের ব্যাবস্থা করবেন।। এ ধারাবাহিকতায় ৩০০ জন গ্রামবাসী প্রতিজন ৩০০ টাকা করে সংস্কার কাজের জন্য উত্তোলন করেন।।
তবে নদীর পূর্ব সাইডে ভোগ দখলকারী ব্যাক্তি মালিকানা জমির সঙ্গে খাস খতিয়ানের জমি চাষাবাদ করার কারণে জমির মালিক কতিপয় সাংবাদিক দের ডেকে গ্রাম বাসির বিপক্ষে চাদা বাজির নিউজ সহ অপপ্রচার চালান।।

এ সময় সাংবাদিক দের একটি টিম গ্রাম বাসির সঙ্গে কথা বললে তারা গ্রামের আব্দুল হান্নান এর ছেলে আহসান হাবিব, ছাইফুলের ছেলে মোরসালিন, মৃত্যু কবেজ উদ্দিনের ছেলে ইব্রাহিম,জিন্নাতের ছেলে হুমাউন, কবেজ উদ্দিনের ছেলে মুকুল হোসেন কে গ্রাম বাসির বিপক্ষে অপপ্রচার করার জন্য দায়ী করেন।।

এদিকে রহমতপুর গ্রামের হাজী আকবর আলী বলেন, কবরস্থানের মোট জমি ৩.১৮ শতাংশ যার মধ্যে ২৫ শতাংশ জমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এ বিষয়ে গ্রামের ফাহাদ, বনি আমিন,ও গ্রামের মেম্বার বলেন,কতিপয় নামধারী সাংবাদিক গ্রামবাসীর নামে অপপ্রচার চালাচ্ছেন, এদের মধ্যে the daily express এর জেলা প্রতিনিধি ইয়াকুব আলী।

দৈনিক নাগরিক সংবাদ এর পাচবিবি উপজেলা প্রতিনিধি ফারহাদ হোসেন, the daily এক্সপ্রেস এর পাঁচবিবি উপজেলার প্রতিনিধি মোরসালিন, আহসান হাবিব সহ নাম না জানা অপ-সাংবাদিক এর নাম উঠে এসেছে।। এ সময় গ্রাম বাসি বলেন আমরা নদীর পানি প্রবাহের ব্যাবস্থা খাস খতিয়ানের বিকল্প যাইগাই করে দিচ্ছি নিউ উদ্দুগে, এতে আমাদের ৩০০ কবর বেচে যাবে, এতে হলুদ সাংবাদিক দের সমস্যা হচ্ছে কি?
গ্রাম বাসির প্রশ্নের জবাবে পাঁচবিবি উপজেলা নির্বাহি অফিসার এর সঙ্গে সাংবাদিক রাশেদ ইসলাম কথা বললে তিনি বলেন বিষয় টা আমাদের হাতে পৈছেছে। আমরা খুব দ্রুত এর ব্যাবস্থা নিব।