প্লাস্টিক কারখানার মেশিনে চুল আটকে প্রাণ গেল নারীর
- আপডেট সময় : ১১:১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে
এবার জামালপুর পৌরসভায় একটি প্লাস্টিক কারখানায় কাজ করার সময় রিসাইক্লিং মেশিনে চুল আটকে শিলা আক্তার (২৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ৭ ফেব্রুয়ারি দুপুর ৩টার দিকে পৌরসভার চন্দ্রা এলাকায় বাইপাস সড়কের পাশে মেসার্স মোন্তাসিন কারখানায় এ ঘটনা ঘটে।
এদিকে নিহত শিলা আক্তারের বাড়ি জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালী বাড়ি ইউনিয়নের গহেড়পাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী। তিনি দীর্ঘদিন থেকে সেই কারখানায় কাজ করতেন।
জানা গেছে, দুপুরে কারখানাটির ভেতরে রিসাইক্লিং মেশিনে প্লাস্টিক কাটার কাজ করছিলো শিলা আক্তার। এ সময় মেশিনের ভেতরে তার মাথার চুল বেঁধে যায়। পরে মেশিনের ভেতর ঢুকে যায় তার দেহ। আশে পাশে থাকা শ্রমিকরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে জামালপুর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত কবির বলেন,’ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কারখানাটির বৈধতা রয়েছে কি না? তা দেখা হচ্ছে।