বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক আদিবাসী মহিলার মৃত্যু
- আপডেট সময় : ০১:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
দিনাজপুরের বীরগঞ্জে রাস্তা পারা-পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে আদিবাসী মনি মার্ডি (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নের ২৫ মাইল গোয়ালপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনি মার্ডি উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণভিটা গ্রামের মৃত রাম দাস মুর্মুর স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের গোয়ালপাড়া নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্তলেই আদিবাসী মনি মার্ডি নিহত হয়। এ সময় গাড়িটি দ্রæত পালিয়ে যায়। গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভবহয়নি।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ও বীরগঞ্জ থানার উপপরিদর্শক শাহজাহান সিরাজ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।