ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দেশের উন্নয়নে যা করেছি ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৭২ বার পড়া হয়েছে

বাংলাদেশের টেকসই উন্নয়নে আওয়ামী লীগ সরকার যা করেছে, তা পরিকল্পনার ইতিহাসে অন্যতম মাইলফলক হয়ে থাকবে বলে জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার ৭ ফেব্রুয়ারি বিকেলে দ্বাদশ সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিগত নির্বাচন ঘিরে অনেক ষড়যন্ত্র ছিল। জনগণ সব বাধা উপেক্ষা করে নিজেদের ভোট দিয়েছেন। গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছেন। সরকার গঠন করতে ভোটের মাধ্যমে সহায়তা করায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানান এই সরকার প্রধান।

আজকের যে অর্থনৈতিক সংকট, তা নিজেদের সৃষ্টি নয় উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, করোনা এবং এরপরই যুদ্ধের কারণে আমদানি ব্যয় বেড়ে গেছে আমাদের। তবে ডলারের যে সংকট ছিল, তা আর এখন নেই।

তিনি আরও বলেন, এলসি খোলার ক্ষেত্রে শৃঙ্খলার জন্যই কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। রফতানি আয় সেভাবে কমেনি। কিন্তু ধনী ও আমাদের পণ্যের ক্রেতাদেশগুলোর সক্ষমতা কমেছে। তবে বিকল্প ব্যবস্থাও নিচ্ছি আমরা।

এদিকে যারা ভালোভাবে ব্যাংক চালাতে পারছে না, এমন ব্যাংকগুলোকে কিন্তু আমরা একীভূত করে দিয়েছি। যেমন পদ্মা ব্যাংক। অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার বসে নেই বলেও জানান শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নে যা করেছি ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪

বাংলাদেশের টেকসই উন্নয়নে আওয়ামী লীগ সরকার যা করেছে, তা পরিকল্পনার ইতিহাসে অন্যতম মাইলফলক হয়ে থাকবে বলে জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার ৭ ফেব্রুয়ারি বিকেলে দ্বাদশ সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিগত নির্বাচন ঘিরে অনেক ষড়যন্ত্র ছিল। জনগণ সব বাধা উপেক্ষা করে নিজেদের ভোট দিয়েছেন। গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছেন। সরকার গঠন করতে ভোটের মাধ্যমে সহায়তা করায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানান এই সরকার প্রধান।

আজকের যে অর্থনৈতিক সংকট, তা নিজেদের সৃষ্টি নয় উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, করোনা এবং এরপরই যুদ্ধের কারণে আমদানি ব্যয় বেড়ে গেছে আমাদের। তবে ডলারের যে সংকট ছিল, তা আর এখন নেই।

তিনি আরও বলেন, এলসি খোলার ক্ষেত্রে শৃঙ্খলার জন্যই কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। রফতানি আয় সেভাবে কমেনি। কিন্তু ধনী ও আমাদের পণ্যের ক্রেতাদেশগুলোর সক্ষমতা কমেছে। তবে বিকল্প ব্যবস্থাও নিচ্ছি আমরা।

এদিকে যারা ভালোভাবে ব্যাংক চালাতে পারছে না, এমন ব্যাংকগুলোকে কিন্তু আমরা একীভূত করে দিয়েছি। যেমন পদ্মা ব্যাংক। অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার বসে নেই বলেও জানান শেখ হাসিনা।