ফাউন্ডেশনের স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে এক মত বিনিময় সভা আইআইইউসির সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
- আপডেট সময় : ০৯:৪৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ১২২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের উদ্যোগে তূর্কী দিয়ানত ফাউন্ডেশনের স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে এক মত বিনিময় সভা ৪ ফেব্রুয়ারী ২০২৪ রবিবার আইআইইউসির সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ
নেজামুদ্দিন নদভী।
প্রধান অতিথির বক্ত্ধসঢ়;যব্যে তিনি বলেন, তুরষ্কের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৩ সাল থেকেই আইআইইউসির সাথে তুরষ্কের দিয়ানত ফাউন্ডেশনের সাথে চমৎকার সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান। তারা আইআইইউসি’র ১৯২ জন ছাত্র ছাত্রীদের পূর্ণ-স্কলারশীপ দিয়ে আসছে যা আগামীতে আরো বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ। মতবিনিময় সভার বিশেষ অতিথি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম তাঁর বক্তব্যে বলেন, দিয়ানত ফাউন্ডেশন স্বনামধন্য সংস্থা যা শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপুর্ন অবদান রেখে আসছে, তিনি আইআইইউসি’র ছাত্র ছাত্রী বিবেচনায় এ স্কলারশীপের সংখ্যা আরো বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভার সম্মানিত অতিথি তূর্কী দিয়ানত ফাউন্ডেশনের আফ্রিকা ও এশিয়া অঞ্চলের কো- অর্ডিনেটর ফোরকান মোস্তফা আকচাকিল তাঁর বক্তব্যে বলেন, বিশ্ব মুসলিমরা পরস্পর ভাই ভাই, তাই এক উম্মাহ হিসেবে তুরস্ক বিশ্বের ১৩৮ দেশের মানুষের জন্য কাজ করে, একদশক ধরে আইআইইউসির সাথে
সফলভাবে কাজ করছে দিয়ানত ফাউন্ডেশন। মতবিনিময় সভার সভাপতির বক্তব্যে আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ বলেন, যে উদ্দেশ্যে স্কলারশীপ দেয়া হয় শিক্ষার্থীরা যাতে তা ভুলে না যায়, ভালো রেজাল্ট করে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন তূর্কী দিয়ানত ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর আফজালুর রহমান, আইআইইউসির রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার, প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলম, দাওয়াহ এন্ড ইসলামিক ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার আব্দুর রহিম প্রমূখ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মাহফুজুর রহমান। পরে শিক্ষার্থীদের হাতে স্কলারশীপ তুলে দেয়া হয়।