নাজমা আক্তার মিতাকে সংরক্ষিত নারী আসনের নেতৃত্বে দেখতে চায় বাফা
- আপডেট সময় : ০৬:৩৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মহানগর মহিলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমা আক্তার মিতাকে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নেতৃত্বে দেখতে চায় বাংলাদেশ ফ্রেইড ফরোয়ার্ড অ্যাসেসিয়েশনের (বাফা) সদস্যরা। সম্প্রতি বাফা কার্যালয়ে এক মতবিনিময় সভায় তার পক্ষে সমর্থন দিয়ে এ কথা জানান বাফার সদস্যরা বাফার চট্টগ্রাম জোনের প্রধান সিনিয়র সহ-সভাপতি ও সার্কেল মেরিন লিমিটেডের পরিচালক অমিয় শংকর বর্মন এসময় বলেন, ‘নাজমা আক্তার মিতা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক যিনি নারীদের আত্ম নির্ভরশীল করার জন্য বিভিন্ন সাংগঠনিক কাজ করেছেন। এফবিসিসিআইয়ের মেম্বার মিতাকে চট্টগ্রাম মহানগর থেকে সংরক্ষিত মহিলা আসনের এম পির দায়িত্ব দেয়া হলে দেশের নারী উন্নয়ন, ক্ষমতায়ন ও অগ্রগতি ত্বরান্বিত হবে।
নাজমা আক্তার মিতা চট্টগ্রাম চেস্বার অব কমার্সের সদস্য ও চট্টগ্রাম ওমেন চেম্বারের সাবেক ডিরেক্টর ছিলেন উল্লেখ করে সহ-সভাপতি খায়রুল আলম সুজন বলেন, ‘চট্টগ্রামে যে কজন নারী অপরিসীম সামাজিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং সাম্প্রতিককালে নারী উন্নয়নে যে কজনের ভূমিকা অনস্বীকার্য তাদের মধ্যে মিতা উল্লেখযোগ্য। সে তার ব্যবসায়ীক প্রজ্ঞা দিয়ে এফ এফ লজিস্টিকস অ্যান্ড সার্ভিসেস প্রতিষ্ঠানটির সফল সত্ত্বাধিকারী। পরিশ্রম ও মেধা দিয়ে সে যেভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করে ব্যবসায়ীক সফলতা অর্জন করেছে আমি মনে করি সংরক্ষিত নারী আসনে এমপির দায়িত্ব পেলে সে চট্টগ্রামের নারী উন্নয়নকে আরও সুদূর প্রসারী রূপ দেবে। মতবিনিময়কালে নাজমা আক্তার মিতা বলেন, ‘আমি আপনাদের দোয়াপ্রার্থী। আমি ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে যুক্ত। আমি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাথেও যুক্ত। যুব মহিলা লীগে যখন থেকে কাজ করা শুরু করলাম তখন দেখে আমার অ্যাক্টিভ অ্যাক্টিভিটি, কর্মদক্ষতা দেখেেএবং আমার আসনে আমার কার্যক্রম দেখে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার কথা বলা হচ্ছে। সর্বোপরি আমি বলব-দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনা সরকার, বারবার দরকার।
এসময় উপস্থিত ছিলেন দোলন বড়ুয়া, আনোয়ার হোসাইন খান (হাছান), আবদুল মান্নান পাটোয়ারি, মো. মোয়াজ্জেম হোসাইন মজুমদার মুন্না, শওকত ইকবাল, মহিউদ্দিন মুনশি, মীর রিজোয়ান হোসাইন টিপু, মো. নাছির উদ্দিন, কাজী ইকবাল আহমেদ, এটিএম শহিদুল ইসলাম, আরিফুল আলম মজুমদার, রিমন রক্ষিত, মো. আনোয়ারুল কবির কামরুল, কৌশিক চৌধুরী, রেজাউল করিম বুলবুল, শেখ মো. সামিদুল হক, জহির হোসাইন, শহিদুল আলম, মিজানুর রহমান, মাসুদুল হাছান, আলহাজ্ব মো. নবী হোসাইন, খসরুল আলম আকন, ওমর জালাল মে