সর্বশেষ :
ট্রাস্টি বোর্ডের সদস্য আবদুস সালামের বাবার মৃত্যুতে সাউদার্ন ইউনিভার্সিটির শোক
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট শিল্পপতি মীর গ্রুপের চেয়ারম্যান আবদুস সালামের পিতা আলহাজ্ব মীর আহমদ সওদাগরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাউদার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী মীর আহমদ সওদাগরের মৃত্যুতে সাউদার্ন পরিবার মর্মাহত ও শোকাহত।
এক শোকবার্তায় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, উপাচার্য, উপ—উপাচার্য , কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ শিক্ষকবৃন্দ এবং কর্মকতার্রা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আজ শনিবার মাগরিবের নামাজের পর নিজ বাড়ি পটিয়ার জিরিতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না—লিল্লাহি ওয়া ইন্না—ইলাইহি রাজিউন।