লিওনেল মেসি দলের সঙ্গেই আছেন। কিন্তু অনুশীলনে তাকে দেখা যাচ্ছিল না। শুক্রবার ছিল কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে আর্জেন্টাইন শিবিরের অফিসিয়াল অনুশীলন। সেখানে মেসির অনুপস্থিতি ভাবাচ্ছিল ভক্ত-সমর্থকদের।
আরও পড়ুনঃওবায়দুল কাদেরের সঙ্গে জাপানের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মেসির চোট নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে, সেটা জানা হয়ে গেছে অনেকেরই। তবে তার চোটের অবস্থা আসলে কী? কতটা গুরুতর? শুধু কি সতর্কতার জন্যই বিশ্রাম, নাকি ইনজুরিটা বেশ শক্ত করেই জেঁকে ধরেছে আর্জেন্টাইন সুপারস্টারকে?
জানা গেছে, শনিবার দোহার কাতার বিশ্ববিদ্যালয়ে হালকা ওয়ার্কআউট করেছেন মেসি। তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন মেডিকেল অফিসার জাভিয়ের হার্নান্দেজ।
শুক্রবার যদিও দলীয় অনুশীলনে ছিলেন না। তবে আর্জেন্টাইন গণমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, স্পেশাল প্রোগ্রামের অংশ হিসেবে সেদিন জিমে কাটিয়েছেন মেসি। শনিবার করলেন অনুশীলনও।
এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট আর্জেন্টিনা। লিওনেল মেসির দল টানা ৩৬ ম্যাচ ধরে অপরাজিত। তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে।
আরও পড়ুনঃব্যবসায়ীদের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
[…] মেরে যেভাবে পালিয়েছে দুই জঙ্গি অনুশীলনে একা মেসি, ফিট আছেন তো মাঝপথেই চট্টগ্রামে ছুটলেন তামিম যে […]